আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার সাভারের আশুলিয়ার ইউনিক স্টান্ডে সংগঠনটিক কার্যলয়ে এ আয়েজন করা হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন , গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগেরর সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী রহিমা আক্তার সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাদাৎ হোসেন খাঁন।
এ সময় নেতারা বলেন, ঈদের পূর্বে সমস্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং বেসিক সমপরিমাণ ঈদ বোনাস পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান। এবং শ্রমিকরা নির্বিঘ্নে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে সে জন্য গাড়ি ভাড়া এবং মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ রাখতে সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আরো বলেন চলমান শ্রম অসন্তোষ কারণ ছুটির দিনে খাটানোর বকেয়া মজুরি পরিশোধ না করা এবং মার্চ মাসের বেতন সময়মতো পরিশোধ না করা কে দায়ী করে বলেন গার্মেন্টস মালিকদের কে ই এ দায় নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাসের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন সিকদার, মোঃ ইব্রাহীম, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগেরর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মাহাবুব আলম বাচ্চু, রাজু আহমেদ,ইমন সিকাদার, আশিক,আল-আমিন সহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।