• আপডেট টাইম : 15/04/2022 08:30 PM
  • 606 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

২৫ রমজানের মধ্যে লোকাল গার্মেন্টস শ্রমিকদের সকল বকেয়া মজুরি ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

১৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের উদ্যোগে রাজধানীর বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্সিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহম্মেদ সুজন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. খলিলুর রহমান, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত হোসেন প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের মালিক তোষণনীতির কারণে শ্রমিকদেরকে রমজান মাসেও বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামতে হয় এবং বিভিন্ন ধরণের অনাকক্সিখত ঘটনার শিকার হতে হয়। ২০১৬ সালের পর থেকে লোকাল গার্মেন্টস সেক্টরে বাজার দরের সাথে সংগতি রেখে প্রোডাকশন (পিস রেট) শ্রমিকদের জন্য সেলাইয়ের প্রসেস ও কাজের ধরণ অনুযায়ী পুনরায় মজুরি/রেট নির্ধারণ করা হয় নাই।


বক্তারা ২০২১ সালের বকেয়া মজুরি অবিলম্বের পরিশোধ এবং চলতি সিজনের বকেয়া মজুরি ও ঈদ বোনাসসহ ২৫শে রমজানের মধ্যে পরিশোধ, জাতীয় নি¤œতম মজুরি ২০ হাজার টাকা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একইসাথে নেতৃবৃন্দ শোষণ মুক্তির লক্ষ্যে পুঁজির শোষণ ও ¯ৈ^রতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...