• আপডেট টাইম : 14/04/2022 02:32 PM
  • 571 বার পঠিত
  • মো. কামরুজ্জামান, আশুলিয়া
  • sramikawaz.com

সাভারের আশুলিয়ায় ২০ রমজানের আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস বেসিক বেতনের সমান পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন(ইএঝঋ)। ঈদ যাত্রাপথে পরিবহন ভাড়া নৈরজ্য বন্ধ ও সকল শ্রমিকশ্রেণির বাড়ি ফেরা নিশ্চিত করার দাবি জানান তারা।

১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এ নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি।

এ আয়োজনের সভাপতিত্ব করেন বিজিএসএফ এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আলাউদ্দিন আলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সজল হালদার, খোরশেদ আলম, মো. ফারুক, শাহজাহান প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।

অরবিন্দু বেপারী বিন্দু বলেন, গত তিন দিন আগে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বক্তব্য দিয়েছেন তারা পুরো মাস ডিউটি করে অর্ধেক মাসের বেতন পাবেন। শ্রমিকরা যদি অর্ধেক মাসের বেতন পায় তারা কিভাবে ঈদ উদযাপন করবে? তারা কিভাবে বাড়ি যাবে? এই খবরটা কি আপনি রেখেছেন শ্রম প্রতিমন্ত্রী ? আপনি এই খবর টা রাখতে পারেননি। শ্রম প্রতিমন্ত্রী হয়ে আপনি একজন মালিক বান্ধব প্রতিমন্ত্রী হিসেবে প্রমাণ করেছেন। শ্রম প্রতিমন্ত্রী হিসেবে আপনি অযোগ্যতা প্রমাণ করেছেন।


এই বক্তব্য বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন প্রত্যাখান করছে। সেই সাথে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে আপনার এই বক্তব্য প্রত্যাখান করছে।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, ২০ রমজানের আগে গার্মেন্টস শ্রমিকসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের পুরো মাসের বেতন পরিশোধ করতে হবে। বেসিক বেতনের সমান তাদের ঈদ বোনাস প্রদান করতে হবে। এসময় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিকে কেন্দ্র করে শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, এর আগে ১২ এপ্রিল ঢাকায় শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি-টিসিসি) এর ১২তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের বোনাস দিতে হবে। একই সঙ্গে ঈদের ছুটির আগে এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপস্থিত শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...