• আপডেট টাইম : 08/04/2022 12:21 PM
  • 588 বার পঠিত
  • মোঃ কামরুজ্জামান, আশুলিয়া (ঢাকা)
  • sramikawaz.com

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় গ্যাস সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিক নেতাকর্মীরা।

৮ এপ্রিল শুক্রবার সকাল ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এই এলাকা শিল্পাঞ্চল হওয়ায় লাখ লাখ শ্রমিক এখানে বাস করে। তারা তীব্র গ্যাস সংকটে পড়ে অসহায় জীবন যাপন করছেন। শ্রমিকরা সারা দিন কাজ করে বাসায় ফিরে দেখেন গ্যাস নাই। তারা হোটেল থেকে খাবার কিনে অনেক সময় রাত যাপন করছেন।

এসময় গার্মেন্টস শ্রমিক ঔক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সারোয়ার হোসেন বলেন, জানতে পেরেছি তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়। এই অবৈধ গ্যাস সংযোগের কারনে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। যদি অচিরেই এই সঙ্কট নিরসন করা না হয় তাহলে আমরা এলাকাবাসী ও শ্রমিকদের নিয়ে তিতাস গ্যাস অফিস ঘেরাও করতে বাধ্য হবে।

¯^াধীন বাংলা গার্মেন্টস কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল-কামরান বলেন, শ্রমিকরা সারাদিন কারখানায় কাজ শেষে বাসায় গিয়ে রান্নার সময় গ্যাস পাচ্ছে না। শ্রমিকরা এলপিজি গ্যাস কিনবে সেই অর্থও তাদের নেই এবং বাজারদরও আগের তুলনায় অনেক বেশী। যে বেতন পায় তা দিয়ে আর শ্রমিকের দিন চলছেনা। তিতাস গ্যাসের অবৈধ ব্যবসাও জমজমাট। রাতে তিতাসের অসাধু লোকজন সংযোগ দেয় এলাকার কিছু লোকজনকে সাথে নিয়ে এই সংযোগ দেওয়ার সময় তারা মোটা অংকের টাকা নেয়। কিছুদিন পরে তারাই আবার অভিযান নাম দিয়ে সংযোগ কাটে সামনের দুএকটি পাইপ তুলে নিয়ে যায়, পরে আবার টাকা উঠায় বাসায় বাসায় এভাবেই চলছে তিতাসের অবৈধ কার্যক্রম।


তিতাসের অভিযানে কোনো মামলা হয়না, যতগুলো বাসায় অবৈধ সংযোগ পাবে তার সব গুলোতেই মামলা দিলে বার বার এই সমস্যা হতোনা।


বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, সাভার ও আশুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই এলাকার শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। সেই শ্রমিক কলোনীসহ পুরো এলাকায় লম্বা সময় ধরে গ্যাস নেই। এটা অত্যান্ত অমানবিক। এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ দাবি করছি ।

এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ইমন শিকদার, বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার, আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইব্রাহিম, সাভার আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আশিক ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়ার সভাপতি সুলতান মাহমুদ, রাজু আহম্মেদ, বকুল সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...