• আপডেট টাইম : 05/04/2022 01:02 PM
  • 476 বার পঠিত
  • আরিফুল ইসলাম নাদিম
  • sramikawaz.com

মহাসড়ক ব্যাতিত দেশের সকল সড়কে ইজিবাইক, ব্যাটারিচালিত যানবাহনসহ থ্রি-হুইলার চলাচলের অনুমতি প্রদান করেসুপ্রিম কোর্টের দেয়া আদেশের প্রেক্ষিতে এক বিবৃতিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত খাঁন ও সাধারণসম্পাদক আব্দুল কুদ্দুসস্ব স্তি প্রকাশ করেছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যাটারিচালিত যানবাহনসহ থ্রি-হুইলার এদেশের ৫০ লক্ষ মানুষের জীবিকার মাধ্যম। এই জীবিকারউপর নির্ভরশীল দেশের প্রায় ৩ কোটি মানুষের জীবন। সুপ্রিম কোর্টের দেয়া এই আদেশ তাদের জীবনে সাময়িকস্ব স্তি নিয়েআসলেও সড়কসমূহে বিকল্প লেন নির্মাণ, ব্যাটারিচালিত যানবাহনের রুট পারমিট ও লাইসেন্স প্রদান ব্যতিত কোটি মানুষেরজীবন-জীবিকার সংকট ও সড়ক-মহাসড়কের বিশৃক্সখলা নিরসন সম্ভব নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে রিকশা-ভ্যান-মিশুক-ইজিবাইকসহ সকল ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার প্রণীত‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু বস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’র জনবান্ধব নীতিতে দ্রুত চ‚ড়ান্ত করেকার্যকর করা ও নীতিমালার ভিত্তিতে ব্যাটারিচালিত যানবাহনের রুট পারমিট, যানবাহনের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স প্রদান ও
পৃথক সড়ক বা সার্ভিস রোড নির্মাণের দাবি জানান। এসকল দাবিসহ শ্রমিকদের জীবন-জীবিকার ১৫ দফা দাবিতে সকলকেঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...