নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চরম মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং হকারসহ শ্রমজীবী মানুষের জীবন রক্ষায়অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে হকারদের বিক্ষোভ সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদকও হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা জলি তালুকদার বলেন, শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষেরপূর্বাভাস দেখা দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতিতের সকল নজির অতিμম করেছে। অথচ সরকারপরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করছে না। উপরন্তু সরকারের মন্ত্রীরা দায়িত্বজ্ঞানহীন নানান মন্তব্য করার মধ্য
দিয়ে লুটেরা বাজার সিন্ডিকেটকে মদদ যুগিয়ে যাচ্ছে।
তিনি অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ ও রেশনিং চালুর মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ গ্রহণেরদাবি জানিয়ে বলেন, দেশের বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ কর্তারা যখন একইসাথে লুটেরা সিন্ডিকেট ওব্যবসায়ীদের নেতা হন তখন সাধারণ মানুষের কোনো মতে জীবন রক্ষার মতো সুরক্ষা বলয় অবশিষ্ট থাকেনা।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশেম কবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিনের পরিচালনায় আজ ১২ মার্চ ২০২২, শনিবার, বেলা ১১টায় উদ্যোগে ঢাকার পল্টন মোড়েবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দারহায়াৎ, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, দৈনিকভিত্তিতে রোজগার করা মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে প্রায় অভুক্ত দিনকাটাচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতেও সরকার শ্রমজীবী মানুষের ন্যূনতম খাদ্যের যোগান নিশ্চিত করারদায়িত্ববোধ করছে না। এর মধ্যেই অসহায় হকারদের উচ্ছেদ, মালামাল ভাংচুর, গ্রেফতারসহ নানান নির্যাতনচালানো হচ্ছে।
সমাবেশ শেষে পুরানা পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবসহ নগরীর গুরুত্বপূর্ণসড়কসমূহ প্রদক্ষিণ করে।