চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানো, দক্ষ ও দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্য মূল্যের দোকানচালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা, রেশনিং, গণবণ্টন ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) আগামী ১০ থেকে ১৬ মার্চ ২০২২ দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমেদাবি সপ্তাহ পালন করবে। ১০ মার্চ জেলায় বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহের কর্মসূচি শুরু হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেনাপ্রিন্স এক বিবৃতিতে ১০-১৬ মার্চ দাবি সপ্তাহের কর্মসূচি সফল করতে পার্টির সকল জেলা-উপজেলা ও শাখার প্রতিআহবান জানিয়েছেন।