নিত্যপণ্যের দাম কমানো ও জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করাসহ শ্রমিক বিরোধী আইন ও বিধিমালা পরিবর্তন করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ মার্চ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ তাজুল দিবস উপলক্ষে এ সমাবশে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ। বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম, এ, শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, টিইউসি'র জেলা কমিটির সদস্য আঃ ছালাম, দিলীপ দাস, প্যারাডাইজ কেবল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল মিয়া ও আলেয়া বেগম প্রমূখ।
এ সমাবেশ থেকে জাতীয় নিন্মতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ করাসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার নান্দা জানানো হয়।