গাজীপুরের কোনাবাড়িতে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক বন্ধে হাইকোর্টের রায় বাতিলের দাবি পুনর্বিবেচনাসহ ছয়দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রিক্সা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর কোনাবাড়ী থানা শাখা। এ সমাবেশে সংহতি প্রকাশ করেছেন কোনাবাড়ী থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সোমবার ৭ ফেব্রুয়ারি দুপরে কোনাবাড়ী কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় এবং বিসিক ২ নম্বর গেটে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ অন্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শিব্বির হোসাইন সোহাগ, রাহাত ও আমিনুলসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চলাচল বন্ধ করা হলে ৪০ লাখ মানুষ বেকার হবে এবং তারা তাদের পরিবার-পরিজন নিয়ে অনিশ্চিয়তার মধ্যে পড়বে। তারা ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক বন্ধে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানান।
বক্তারা আরো বলেন, বাইমাইল-কোনাবাড়ী-চন্দ্রা রোডের বাইলেন অটোরিক্সার জন্য বরাদ করণ। অটো রিক্সা ইজিবাইক উচ্ছেদ নয় বরং আধুনিকায়ন করণ, ব্যাটারি চালিত যানবাহন নীতিমালা ২১ কার্যকর করে রুট পারমিট ও লাইসেন্স প্রদান করার দাবি জানান।