• আপডেট টাইম : 29/01/2022 05:38 PM
  • 777 বার পঠিত
  • সোহাগঃ
  • sramikawaz.com

গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ী এলাকায় নাসা গ্রুপের লিজ কমপ্লেক্স গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করায় সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

শনিবার ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে গার্মেন্টস কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ শুরুহয়।

কারখানা শ্রমিক সু‌ত্রে জানান যায়, নতুন বছরে শুরু থে‌কে বেতন ভাতা বৃদ্ধির কথা কর্তৃপক্ষকে বার বার জানানো হচ্ছে। এমন অবস্থায় গত ২৬ জানুয়ারিতে ওই কারখানাটি‌তে এক‌টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে কর্মস্থল থেকে ফ্যাক্টরির কম্পাউন্ডে অবস্থান নেন। পরে ফ্যাক্টরির নির্বাহী পরিচালক খন্দকার মোশাররফ হোসনের চাপ প্রয়োগ ও মারমুখী আচরণ ক‌রে পুনরায় কারখানায় কাজে যোগ দিতে বলেন। এমনকি বেশ কিছু শ্রমিককে নির্বাহী পরিচালক ও সিকিউরিটি ইনচার্জ গালাগালি ও মারধর করে । এর প্রতিবাদ স্বরূপ কারখানার শ্রমিকরাও ওই কর্মকর্তা ও সিকিউরিটি ইনচার্জকে প্রতিহত করে। একপর্যায়ে কারখানা নির্বাহী পরিচালকে উপেক্ষা করে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়।

প‌রের‌দিন সকা‌লে শ্রমিগণ কারখানা কাজে যোগ দিতে আসেন।
কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগদানের সুযোগ না দেওয়া এবং কোনরকম দিকনির্দেশনা না পেয়ে অলস সময় কাটিয়ে শ্রমিকরা বিকেল ৫টার দিকে বাড়ি ফিরে যায়। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ শনিবার কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ ও পুলিশ মোতায়েন দেখতে পায়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।
অপরদিকে ওই কারখানা পরিচালক গাজী মোহাম্মদ জাবের এক বিজ্ঞপ্তিতে জানান, কারখানার শ্রমিকেরা আমাদের নির্দেশ অমান্য করে কাজ বন্ধ রেখেছে এবং আশরাফ নামের এক কর্মকর্তাকে বেধড়ক মারধর করেছে। এছাড়াও কারখানার ফ্লোরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করেছে। কম্পিউটার, সিসি টিভি, ল্যাপটপ ও সার্ভারসহ কর্মকর্তাদের ১২টি মোবাইল ফোন এবং অফিস থেকে ১৫ লাখ টাকা চুরি করেছে। এসব কারণে ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী আজ থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওই প্রতিষ্ঠানের নাম বলতে অনিচ্ছুক এক কর্মকর্তা ব‌লেন, বেশ কয়েকমাস যাবৎ বেতন ভাতা বৃদ্ধির কথা বলে আসছিলাম কিন্তু তারা দিচ্ছে না। বরং আমাদের উপর মিথ্যে অপবাদ দি‌য়ে কারখানা বন্ধ করে দিয়েছে। এখন পুলিশের কারণে আমরা প্রতিষ্ঠানে যেতে পারছি না।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...