• আপডেট টাইম : 28/01/2022 11:46 AM
  • 497 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, গাজীপুর
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম শ্রীপুর থানা শাখার সহ-সভাপতি সুজন মাহমুদের উপর হামলার প্রতিবাদে শ্রীপুরে প্রতিবাদ সমাবেশ।

২১ জানুয়ারি বিকেলে মাওনা চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম শ্রীপুর থানা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর থানা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম সন্ত্রাসী ইলিম মাসুদকে সহযোগীসহ গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শ্রমিক নেতা সুজন মাহমুদ প্রয়োজনীয় কেনাকাটার জন্য রঙ্গিলা বাজার, মুলাইদ, মাওনা, শ্রীপুরের একটি দোকানে যান। সেখানে কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী ইলিম মাসুদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তার উপরে হামলা চালায়। হামলাকারীরা সুজন মাহমুদকে সংগঠনে কাজ করতে নিষেধ করে, সংগঠনের সাথে যোগাযোগ বন্ধ না করলে জীবন নাশের হুমকি দেয় । সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় গতকালই মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...