সোহাগঃ গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিক অসন্তোষ দেখাদেয়।
২৪ জানুয়ারী সোমবার সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে গ্লোবাল মার্চেন্টস লিমিটেড এর সামনে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করে।
শ্রমিক সুত্রে জানাযায়, পোশাক কারখানায় দীর্ঘদিন থেকে শ্রমিকেরা কাজ করে আসছে। গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষেভে জড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানার সামনে মহাসড়কের দু পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জিএমপি মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন জানান, মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা অব্যাহত রয়েছে।