কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র মাজারে পুষ্পস্তবক অর্পণ করে জাতি পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
২৯ ডসিম্বের বুধবার বিকালে কুষ্টয়িা-১ দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ্যাড, এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ও সরদার আতিয়ার রহমান আতিকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এরআগে সকালে এমপি বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাস যোগে টুঙ্গিপাড়া যান।