ছাঁটাইকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ক্রোণি গ্রুপের কারখানা ক্রোণি টেক্স সোয়েটারের শ্রমিকরা।
১৮ ডিসেম্বর শনিবার সকালে ফতুল্লার বিসিক শিল্প নগরীরিতে ক্রোনি গ্রুপের টেক্স সোয়েটার কারখানায় ওই ঘটনা ঘটে।
এ সময় ফিল ছুড়ে শ্রমিকদের কারখানার বাইরে বের করে আনার চেষ্টা করেন শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আবন্তি গ্রুপের কারখানায় গিয়ে শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকরা জানান, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫জন শ্রমিক আহত হয়েছেন।আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, কারখানার ৪৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। সকালে কারখানার ফটকের সামনে নোটিশ দেখে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কিছু বিশৃঙ্খলা হয়। তারা কয়েক দফায় মিছিল করে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে সকাল সাড়ে ৮টা হতে সকাল ১০টা পর্যন্ত কয়েক দফায় যান চলাচল বন্ধ থাকে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এমএ শাহীন শ্রমিকদের বরাত দিয়ে জানান, ওই কারখানার মালিক প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধে টালবাহানা করে। এক মাসের বেতন পরের ২০/২৫ তারিখে দেয়। শ্রম আইনে ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকের বেতন পরিশোধের কথা বলা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা মানে না। শ্রমিকরা ১০ তারিখের মধ্যে বেতন দেয়ার দাবি জানানোর কারণে তাদের ছাঁটাই করা হয়েছে। শ্রমিক ছাঁটাইয়ের এই ঘোষণা প্রত্যাহার করে তাদের চাকুরিতে পূর্ণ বহাল সহ প্রতি মাসে যথা সময়ে শ্রমিকদের বেতন প্রদানের আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে এ অসন্তোষ তৈরি হয়। শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাংচুরের চেষ্টা করেছিল। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।