বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং এ্যাপারেলসের (ফ্যাশন সিটি) শ্রমিকেরা। ১৭ ডিসেম্বর শুক্রবার আদমজী ইপিজেড-এর সামনে কদমতলী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কারখানার শ্রমিক সীমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এসএম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খাঁন , কারখানার শ্রমিক রিনা, তহুরা, সিমা, নিলুফা, শাহ আলম ওরহমান প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বকেয়া ৬৪% প্রাপ্য পাওনা পরিশোধ করার আহŸান জানান। অন্যথায় শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।