• আপডেট টাইম : 17/12/2021 11:52 AM
  • 574 বার পঠিত
  • মো. কামরুজ্জামান, আশুলিয়া
  • sramikawaz.com


মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আইবিসির যুব কমিটির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, আইবিসির সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু,আইবিসির যুব কমিটির সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক থমিজা সুলতানা।

যুব কমিটির সভাপতি রাসেল আহমেদ বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আইবিসির ৮ দফা কাযর্কর করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।

সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, মহান বিজয় দিবসের ৫০ বছর হলো। আজ যার সুবর্ণজয়ন্তী আমরা পালন করছি। বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় তিনি কাজ করে গিয়েছেন। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের দরবারে মাথা উঁচু করে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতে যাচ্ছে, কিন্তু বিজয়ের ৫০ বছরে দেশ ডিজিটাল হলেও শ্রমিকদের জীবন মানে কোন পরিবর্তন হয়নি। একই দেশে দুই রকমের শ্র আইন ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের কাছে দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে বাঁচার মতো মজুরি দিতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...