মেহনতী মানুষের স্বপ্ন সোনার বাংলা আজও বাস্তবায়ন হয়নি :
বিজয় র্যা লিতে এড. মন্টু ঘোষ
মহান মুক্তিযুদ্ধে মেহনতী মানুষ যে স্বপ্ন নিয়ে আত্মদান করেছিল। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছরেও সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হয়নি ।
১৬ ডিসেম্বর সকালে প্যারাডাইজ কারখানার প্রধান ফটকের সামনে থেকে মহান বিজয় দিবসের র্যা লিপূর্ব বক্তৃতায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রেরে সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ এ কথা বলেন।
প্যারাডাইজ কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. নাজমুল সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ।
এ সময় এ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, আমাদের দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে দেশকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করতে লড়াইয়ে শ্রমজীবি মানুষেরা বীরদর্পে লড়াই করে গেছেন। ৩০ লাখ তাজা প্রাণ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধিনতা। মুক্তিযুদ্ধে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখিছিলাম তা আজও বাস্তবায়িত হয়নি। আজও ভয়াবহ বৈষম্য রয়েছে। বরং এ বৈষম্য প্রতিদিন বাড়ছে। ধনি আরও ধনি হচ্ছে। আর দরিদ্য মানুষেরা কঠিন সংকটের মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। দ্রব্যমুল্যের উচ্চমুল্যের বাজারে শ্রমজীবি মানুষের জীবনে আজ ভয়াবহ সংকট নিপতিত হয়েছে।
তিনি আরও বলেন, ৭১ সালে পশ্চিম পাকিস্থানীদের শোষণ নির্যাতনের বৈষম্যের বিরুদ্ধে আমাদের মহান র্মুক্তিযুদ্ধ সংগঠিত হযেছিল। ৯ মাসের ৩০ লাখ শহীদের রক্ত আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিমযে এদেশ স্বাধীন হয়। আমরা লক্ষ্য করছি ধনি-দরিদ্র বৈষম্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক।
আজকের সরকারের চেলেঞ্জ সপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে শ্রমজীবি মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন অধরাই থেকে যাবে এবং তা মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনা অসম্ভব ।
প্যারাডাইজ কারখানার গেট থেকে র্যা লিটি শুরু হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন করেন।