• আপডেট টাইম : 16/12/2021 06:32 PM
  • 649 বার পঠিত
  • মো. কামরুজ্জামান, স্মৃতি সৌধ থেকে
  • sramikawaz.com

মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারী বীরদের স্মরণ করেছে শ্রমিক আওয়াজ প্রতিনিধিরা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালে দেশ মাতৃকার টানে জীবন বাজি রেখে এ সব বীর সন্তানরা যুদ্ধে গিয়েছিলেন। তাঁদের অনেকে ফিরে এসেছিলেন। অনেকে অকাতরে জীবন দান করেছিলেন দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য। ওই সব বীর সেনানীর মহান ত্যাগের বিনিময়ে, ৯ মাস যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর আজকের পাক হানাদাররা আত্মসমার্পন করেছিল। ওই আত্মসমাপর্ণের মধ্যে দিয়ে বাঙালীর বিজয় ঘোষিত হয়। শ্রমিক আওয়া প্রতিনিধিরা সেই বীরদের ম্রদ্ধাভরে স্মরণ করলো।

শ্রমিক আওয়াজের প্রতিনিধি শেখ হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক আওয়াজ পত্রিকার কর্মরত সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, মো. মোহন মিয়া, মো. কামরুজ্জামান, মো. শফিউল আলম, মো. মাহাবুব আলম বাচ্চু, মো. শফিক সহ শ্রমিক আওয়াজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...