মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক ও শ্রমিক নেতারা।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সারে নয় টার দিকে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কমিটির সভাপতি সালেহা ইসলাম সান্তনা ও সাধারণ সম্পাদক আল-আমিনের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা।
এসময় সালেহা ইসলাম সান্তনা বলেন, আজ মনে হচ্ছে যুদ্ধ করে দেশ স্বাধীন হওয়া সার্থক হয়েছে। বিজয়ের দিনে আমারা শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের সম্মাননায় গর্ববোধ করি।
এর আগে বিজয়ের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এর পর সৌধ প্রাঙ্গন জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়।