শ্রমিক ছাটাই নির্যাতন মামলা হামলা বন্ধ পোশাক শ্রমিক ও শ্রমিক নেত্রী বিন্দদের নামে দায়ের কৃতৃ মিথ্যা মামলা প্রত্যাহার ইপিজেট সহ সকল সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে করা, ট্রেড ইউনিয়ন এর মাধ্যমে মালিক শ্রমিক সুসম্পর্ক গড়ে শিল্প ও দেশকে আরও উন্নয়ন শিখরে পৌছতে ও শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিল করে গনতান্তিত শ্রম আইন প্রনয়নের দাবি জানান শ্রমিক নেতারা।
১০ ডিসেম্বর শুক্রবার বিকালে মিরপুরে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সালেহা ইসলম সান্তনা ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ মেজবাহ,
আরো উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরল আমিন, মো. রুহুল আমিন সুমন, মো. হুজুর মোর্শেদ আলী, মো. লিটন, নুর নাহার সাথীসহ বিভিন্ন সংগঠনের নেত্রী বিন্দ ও শ্রমিকরা।