কুষ্টিয়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
বিজয় দিবস উপক্ষে আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে কালেক্টরেট চত্বরে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সৃতিস্তম্ভে জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার খাইরুল আলম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পর্যায় ক্রমে জেলা মুক্তি যোদ্ধা সংসদ, মুক্তি যোদ্ধা কমান্ড, গনপূর্ত বিভাগ, কৃষিবিদ ইনষ্টিটিউশন, কুষ্টিয়া সরকারি কলেজ, ইসলামিয়া কলেজসহ বিভিন্ন রাজ নৈতিক দল, শ্রমজীবি পেশাজীবি সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে বীর শহীদদের আত্ম্ার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, জেলা আওয়ামী লীগের আনন্দ র্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উৎযাপন করা হচ্ছে। একই সাথে জেলার দৌলতপুরসহ সব উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়।