শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা কর্মীরা।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে জড়ো হন তারা। পরে সারিবদ্ধভাবে তারা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ফুল দিতে এসে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম সান্তনা বলেন, জাতির মেধাবী সন্তানদের এই দিনে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি দোসররা এখনও সক্রিয় রয়েছে। তাদের যে কোনও ধরনের অপচেষ্টা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার।
তিনি আরও বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, জানাতে হবে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে।