• আপডেট টাইম : 12/12/2021 01:15 PM
  • 359 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৩৮তম বার্ষিক সাধারণ (এজিএম) সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর শনিবার রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।


সভায় বিজিএমইএর সহ-সভাপতি মো. শহীদ উল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক এবং পোশাকশিল্পের সাধারণ সদস্যরা অংশ নেন।

সভায় সদস্যদের উদ্দেশ্যে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পের গৌরব ও অর্জন উদ্যোক্তা এবং শ্রমিকদের বহু বছরের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ওপর আস্থা রাখা এবং এ শিল্পে সেবাদানের সুযোগ দেওয়ার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা বাংলাদেশের পোশাকশিল্পকে গৌরবের একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদ পোশাকশিল্পের সব চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিল্পের সম্ভাবনার প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি নিরাপদ, টেকসই এবং সমৃদ্ধশালী পোশাকশিল্প গড়তে আমাদের যে লক্ষ্য রয়েছে, তা অর্জনের জন্য আপনাদের ঐকান্তিক সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...