• আপডেট টাইম : 27/11/2021 03:47 PM
  • 494 বার পঠিত
  • শেখ মো. হাসান আলী, আশুলিয়া
  • sramikawaz.com

আইবিসির আশুলিয়া সাভার-আশুলিয়া আঞ্চলিক প্রতিনিধি সভা আশুলিয়ার বাইপাইলের এলাহি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠি হয়।

আইবিসির আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আইবিসির কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, আইবিসি কেন্দ্রীয় কমিটির নেতা জেড কামরুল আনাম , আমিরুল হক আমিন, মো. বাবুল আক্তার , মো. সালাউদ্দীন স্বপন, মো. তৌহিদুর রহমান, মো. নুরুল ইসলাম , মো. কামরুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভায় ৮ দফার দাবী তুলে ধরা হয়, দাবীগুলো হলোঃ পুনরায় মজুরি বো গঠন ও মজুরি ঘোষণা ঘোষণা করা, যে সকল কারখানা লকডাউনে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ছুঁটির দিনে অতিরিক্ত কাজ করিয়েছে ওই সকল শ্রমিকদের ওভারটাইম ভাতা পরিশোধ করা, মূল বেতনের ৫০℅ ঝুঁকি ভাতা প্রদান, ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশনের প্রত্যক্ষ-পরোক্ষ বাঁধা দূর করে রেজিষ্ট্রেশন দিতে হবে, শ্রম আইন এবং বিধিমালা আইএল কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী সংশোধনের দাবী জানানো হয়।

এছাড়া সরকারী উদ্যোগে শ্রমিকদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য বিমা , শ্রমিক হয়রানি বন্ধ, ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন ও পক্ষ অবলম্বনকারী শিল্প পুলিশকে অবিলম্বে বিলুপ্ত করারও দাবী জানান নেতৃবৃন্দ।

আইবিসির সাবেক মহাসচিব জেড এম কামরুল আনাম বলেন,আইবিসির ৮ দফা কাযর্কর করার জন্য দরকার হলে মাঠে আন্দোলন করতে হবে।

শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে ৮ দফা দাবি সামনে রেখে আইবিসির সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন, মো. ইমন শিকদার, সুলতান আহমেদ, ফরিদুল ইসলাম, মো. ইব্রাহিম, অর-বিন্দু বেপারী বিন্দু, মো. রাকিবুল ইসলাম সোহাগ, মো. হাসান ও আশুলিয়ার শিল্পাঞ্চলের নেতৃবৃন্দসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...