• আপডেট টাইম : 22/11/2021 09:40 PM
  • 529 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

আওয়াজ প্রতিবেদক: মালিকের সাথে সরাসরি দেখা সহ ১৯ দফা দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছে মিরপুর-১০ অবস্থিত ফোরইউ ক্লোদিং লিমিটেড কারখানার শ্রমিকরা। ২১ অক্টোবর রোববার থেকে এ কর্মসূচি শুরু হয়ে আজ সোমবার পর্যন্ত এ কর্মসূচি চলমান ছিল।
শ্রমিকরা জানান, আমাদরে ছোট্ট খাট্ট দাবি আছে। এগুলো বাস্তবায়ন করতে হবে। তবে সবার আগে ১ নম্বর দাবি হলো-মালিককে আমাদের সাথে দেখা করতে হবে। আমরা এখানে কেউ কেউ ১২ বছর পর্যন্ত চাকরি করছি কিন্তু কোনদিন মালিককে দেখিনি। আমাদের সাথে একবার দেখা করুন।
শ্রমিকরা জানান, কারখানাটি আগের মাসের বেতন পরের মাসের ৬/৭ তারিখের মধ্যে বেতন দিয়ে দেয়। কিন্তু ২) এডমিন ম্যানেজার মেজর (অব.) আহমুদুল, প্রডাকশন জিএম আ. বারেক, ফিনিসিং ম্যানেজার ইব্রাহিম খলিল এবং অপর পিএম জাকির হোসেন শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। মালিক শ্রমিকদের সুবিধা দিতে চাইলেও এ সব কর্মকর্তা তা দিতে দেয় না। তাদের অপসারণ করতে হবে। শ্রমিকদের লিখিত ৩) দাবি হলো- জানুয়ারি মাসের মধ্যে ছুটির টাকা দিতে হবে। ৪) হাজিরা বোনাস ৫০০ টাকা দিতে হবে। ৫) মাতৃকালিন ছুটির টাকা ছুটিতে যাওয়ার আগে অর্ধেক ও ছুটি শেষের বাকী অর্ধেক দিতে হবে। ৬) ৩০ টাকার টিভিন দিতে হবে। রাত আটটার পর ডিউটি করালে টিভিন দিতে হবে। ৭) ছুটির চাইতে গেলে গালাগালি করে। গালাগালি বন্ধ করতে হবে। ৮) ছুটি কাটালেও মাসের হাজিরা বোনাস দিতে হবে। ৯) মালিকপক্ষ চাকরি থেকে বাদ দিলে আইন অনুযায়ী পাওনা দিতে হবে। ১০) ১০০ডিগ্রি জ¦র হলেও ছুটি দেয় না; অসুস্থ হলে ছুটি দিতে হবে। ১১) আইন অনুযায়ী সকল ছুটি দিতে হবে। ১২) সরকারের ঘোষণা অনুযায়ী বেতন দিতে হবে। ন্যূনগম মজুরি ৮০০০ টাকা দিতে হবে। ১৩) সকল শ্রমিককে প্রডাকশন বোনাস দিতে হবে। ১৪) ওভারটাইম কেটে ফাউ খাটানো বন্ধ করতে হবে। কাজের অতিরিক্ত চাপ বন্ধ করতে হবে। ১৫) বেতন বিকাশে বা ব্যাংকে দেয়া চলবে না, হাতে দিতে হবে। বিকাশে দিলে খরচসহ দিতে হবে। ১৬) রিজাইনের ৩০দিনের মধ্যে বেতন দিত হবে। ১৭) স্টাফদের নোংরা ভাষায় গাগাগালি বন্ধ করতে হবে। ১৮) রাতে ডিউটি করালে ১০০ টাকা নাইট বিল দিতে হবে। এবং ১৯) নামাজের স্থান ও সময় দিতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...