• আপডেট টাইম : 20/11/2021 03:37 AM
  • 440 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ জীবন,সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ শ্রমিকনেতার নামে ভার্সেটাইল গার্মেন্টস কারখানার মালিক পক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ ও শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় সাভারের রানাপ্লাজার শহীদ স্মৃতিস্তম্ভ এর সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এ সমাবেশ কর্ ে
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি এডভোকেট সৌমিত্র কুমার দাশ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ জীবন, আশুলিয়া সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি কবির হোসেন মনির, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নুরুল আমিন মামুন প্রমূখ।
সভা বক্তারা বলেন, মালিকরা শ্রম আইন না মেনে বেআইনি ভাবে কারখানা বন্ধ করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না অথচ শ্রমিকদের বকেয়া আদায়ের আন্দোলন করায় শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বের নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।
নেতারা আরও বলেন বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে যখন জনজীবনে নাভিশ্বাস উঠেছে তখন পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের বর্তমান বেতনে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা নির্ধারনের দাবি জানানো হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...