• আপডেট টাইম : 14/11/2021 03:17 AM
  • 543 বার পঠিত
  • প্রেস রিলিজ
  • sramikawaz.com

আজ ১৩ নবেম্বর রোজ শনিবার ২০২১ ইং বিকাল ০৩ টা থেকে সন্ধা ৫.৩০ পর্য ন্ত প্যারাডাইজ কেবলস লিঃ কুতুবআইল ,ফতুল্লা কারখানা অভ্যান্তরে প্রতিষ্ঠানের এমডি মোবারক হেসেনের উপস্থিতিতে আালোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয়নেতা এডভোকেট মন্টু ঘোষ , বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়নগঞ্জ জেলার যুগ্মসাধারন সম্পাদক শ্রমিকনেতা ইকবাল হোসেন,প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হোসেন,সহসভাপতি মোঃসেলিম সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল সহ সাধারন সম্পাদক মোঃবাদল,সজিব, দপ্তর সম্পাদক আলেযা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ অন্যদিকে মালিকপক্ষে কারখানার এডমিন ম্যানাজার মোঃ শাহাদাৎ হোসেন । আলোচনায় ইউনিয়নের সভাপতি শ্রমিকদের দাবি তুলে ধরে বলেন ,কারখানা চালু রাখতে আমরা অনেক ত্যাগ স্বিকার করেছি বেতনের অর্ধেক নিয়েছি ১৩ মাসের বেতন এখনো পা্ওনা আছি এখন আমরা আর পারছিনা
বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধমুল্যের বাজারে চাল ,ডাল ,তেলসহ বেচে থাকার জন্য খাদ্যের মুল্য অস্বাভাবিকহারে বেড়েছে জালানি তেলের মুল্য বেড়েছে , পরিবহন ভাড়া বেড়েছে অথচ আমাদের মজুরি কমেছে আমরা বেচে থাকার জন্য ১০০% বেতন ব্যতিত কোনভাবেই সম্ভব না ,আমাদের পরিবার সন্তানদের মুখে খাদ্য তুলে দিতে আমাদের অন্যকোন পথনেই শ্রমিকনেতা মন্টুঘোষ বলেন আমাদের পেটে দেন , পড়ে পিঠে দিবেন অভুক্তথেকে উৎপাদন কাজ অব্যাহতরাখা করা সম্ভব না আমরা সর্বোচ্চ ধৈর্যা ধারন করেছি আর পারছিনা ,আপনি কারখানার এমডি আমাদের সমস্যার সমাধান আপনাকেই করতে হবে ।
সমস্যার সমাধান আপনাকেই করতে হবে, আপনিই ওদের এমডি আগ আমরা আপনাকে ছাড়বোনা এমডি মোবারক সাহেব বলেন আমি জানি যে বাজারে আপনারা পন্য কেনেন আমরা্ও সেবাজারের পন্য কিনি অতএব আমি বুঝিনা তা না আমি বুঝি আমাদের ভাইদের দন্ধের কারনে আপনারা আজকে সমস্যার মধ্যে পড়েছেন আমরা চেষ্টা করছি ভা্ইদের মাঝে বিরোধ মিটানোর জন্য বাজারে , সমাজে আমাদের অনেক সম্মানছিল সেটা ক্ষুন্ন হয়েছে যাই হউক শ্রমিকরা আমাদের পরিবারেরই অংশ বাজারের কথা বিবেচনায় নিয়ে আমরা আপনাদের প্রধান দাবি মেনে নিচ্ছি ১০০% বেতন আপনাদেরকে চলতিমাস থেকেই কার্য়কর করবো ছুটি চপালু থাকবে আমরা ইকটু স্বাবলম্বি হলে সামনের দিকে পুরনো সুবিধা ঘুলো পর্যাকয়ক্রমে চালু করবো বকেয়া বেতন দ্ওেয়ার ব্যবস্থা্ও হবে । পরে সন্ধায় সাধারন শ্রমিকদের সামনে এসে বেত বৃদ্ধির ঘোষনাদেন সেসময় শ্রমিকনেতৃবৃন্ধসহ সাধারন শ্রমিকরা বীজয়ের আনন্দে আবেঘঘন পরিবেশের সৃষ্টি হয়, আনন্দে সবারচোখে জ্বল এসে যায় । শ্রমিকনেতৃবৃন্দ আলোচনা সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতঙ্ঘতা প্রকাশ করেন, বিশেষকরে মিডিয়ার বন্ধুদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...