• আপডেট টাইম : 29/10/2021 06:23 PM
  • 384 বার পঠিত
  • আনিসুর রহমান, আশুলিয়া
  • sramikawaz.com


দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ,শীতের আগে গার্মেন্টস শ্রমিকদের জন্যে করোনা ভ্যাকসিন প্রদান, আশুলিয়ার রাস্তাঘাট সংস্কার ও শ্রমিকদের জন্য রেশনিংয়ের দাবি জানিয়েছে আশুলিয়ার শ্রমিক সংগঠনগুলো।

 ২৯ অক্টোবর  শুক্রবার সকালে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও ইন্ড্রাস্টি অল বাংলাদেশের (আইবিসি) যৌথ উদ্যোগে জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন জি-স্কপ সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির যুগ্ম সমন্বয়কারী এডভোকেট সৌমিত্র কুমার দাশ। পরিচালনা করেন আইবিসি-এর সদস্য সচিব সরোয়ার হোসেন।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা তুহিন চৌধুরী, আল কামরান, আশিক সরকার, আনিসুর রহমান, আহমেদ জীবন, সোহাগ ইসলাম, অরবিন্দ বেপারী, কবির হোসেন, মিজানুর রহমান মিজান, ইমন শিকদার,কামরুল ইসলাম, আকলিমা আক্তার প্রমূখ প্রমুখ শ্রমিক নেতা। 

সভায় বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় অল্প বেতনে শ্রমিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন । আশুলিয়ার প্রত্যেকটি রাস্তা ঘাট সংস্কার এর অভাবে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। করোনা মহামারীর মধ্যে গার্মেন্টস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে গেলেও এখনো শ্রমিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করা হয় নাই।

তাই অবিলম্বে শীতের আগেই করোনা টিকা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের রেশনিং চালু সহ মহার্ঘ ভাতা চালুর করতে হবে  এবং রাস্তাঘাটের সংস্কারের উদ্যোগ নিতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...