তরী ফ্যাশনের শিশুশ্রমিক জুয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ২৬ অক্টোবর রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় তরী ফ্যাশনের মূল ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ¯^াধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়ার সভাপতি আল কামরান, গ্রীণ বাংলা ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি রোজিনা আক্তার সুমি, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী ডলি আক্তার প্রমুখ শ্রমিক নেতা।
শ্রমিক নেতৃবৃন্দ নিহত জুয়েলের হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।
৪ অক্টোবর সোমবার তুরাগ থানাধীন ধউর স্কুলের পাশের তরী ফ্যাশনে হত্যার শিকার হন ১৫ বছরের শিশু শ্রমিক জুয়েল মিয়া। নিহত জুয়েলের পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নিয়ে লুকোচুরি করা হয় দীর্ঘ সময়। এরপরও মামলার এজহারে সঠিক তথ্য এবং মালিক প¶কে আসামি করে মামলা নেয়া হয়নি।
হত্যার শিকার শিশুশ্রমিক জুয়েল মিয়ার বাবা মানববন্ধনে বলেন, আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে এলাকা ছাড়া করতে চাচ্ছে এই কারখানার মালিক। সন্তান হারালাম, আবার এলাকাও ছাড়বো, তা হতে পারেনা। আমি আমার একমাত্র সন্তান হত্যার বিচার চাই, ফাঁসি চাই হত্যার সাথে জড়িতদের।
নিহত শিশু শ্রমিক জুয়েলের মামা জাহিদ হাসান জানান,আমরা মামলা করতে গেলে পুলিশ প্রথমে অপমৃত্যু মামলা করার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে আমার সাথে কথা কাটাকাটি হয় তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সাহেব-এর সাথে। মালিকের বিরুদ্ধে মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেন ।
মানববন্ধন শেষে এক বিশাল বি¶োভ মিছিল বের করেন শ্রমিকরা। বি¶োভ মিছিলে তারা শিশু শ্রমিক জুয়েল হত্যার সাথে জড়িত সকল আসামীদের ফাঁসি দাবি করেন।