ফিউচার ক্লোথিং লি: কারখানা কর্তৃপক্ষের পুর্ব ঘোষণা অনুযাযী আজ ২৫ অক্টোবর বিকেলে শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার সিদ্ধান্ত ছিল। এমতাবস্থায় গতকাল দুটি মোবাইলফোন নম্বর যথাক্রমে ০১৭০৬১৫৬৭১৪ ও ০১৭১৪৮০২৮১৬ থেকে শ্রমিকদের ফোন করে আজ কারখানার আসতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে পরবর্তী তারিখ ফোন করে জানিয়ে দিবে। কিন্তু কবে টাকা দেওয়া হবে তা বলেনি। যেহেতু কোনো নোটিশ নেই কোন তারিখ নেই তাই এবং পুর্বের তারিখ দেয়ার ছিল ২৫ তারিখ তাই শ্রমিকরা গেটে আসবেন এটাই ¯^াভাবিক।
হটাৎ করেই শ্রমিকদের না জানিয়েই ফিউচার ক্লথিং লিঃ এ আর জিন্স প্রোডিউসার লিঃ কারখানাটি মালিকানা পরিবর্তন করে কারখানা পরিচালনা করছে। যেহেতু তারা নিয়োগ দিয়েছে আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাও পরিবর্তন করতে হবে। যেহেতু মালিক পরিবর্তন হয়েছেন, এ শ্রমিকদের পাওনা. দায় দেনা কে নেবে ? আপনারা কারখানা মালিকানা বতল করেছে, শ্রমিকদের যখন আসতে বলবেন আর হয়ে গেলো? কলকারখানা অধিদপ্তরের নিকট জানতে চাই, বিষয়টি আপনাদের নজরে আছে? শ্রমিকদের আইনানুগ পাওনার কি হবে ?
এখানে আরো উল্লেখ করছি যে, কারখানার শ্রমিক ছিলো আটশতজন মালিক পরিবর্তন করবেন বলেই শ্রমিকদের বার বার ভয় ভীতি দেখিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে যা ইতিমধ্যে আশুলিয়া থানায় এবং শিল্পাঞ্চল পুলিশ-১ এর নিকট শ্রমিকদের লিখিত আবেদন আছে এবং গনমাধ্যমেও এর অনেক নিউজ হয়েছে। আটশ শ্রমিক থেকে কারখানা কর্তৃপ¶ এখন মাত্র দুইশতজন শ্রমিক নিয়ে আছে এখনো দুইশত শ্রমিক ও কারখানার নিম্নতম পর্যায়ের কিছু স্টাফ আছে। যাদের বেতন পাওনাদি আছে এক মাস দেরমাস দুইমাস আড়াইমাস তিনমাস এমনও লোক আছে চাকরি নেয়ার পরে একটি বেতনও পাননি।
যেহেতু মালিক পরিবর্তন হয়েছে বলে তারা জানাচ্ছেন, তাহলে এই শ্রমিক তার আগের মালিককে আজকে বেতন না হলে কোথায় খুঁজবেন তাই, যারাই কারখানায় মালিক তাদের কাছেই তাদের কাছেই পাওনা চাইবে। আইন অনুযায়ী প্রাপ্য চাইবেন।
কলকারখানা অধিদপ্তর, শিল্প পুলিশ এবং প্রশাসনের যারা শিল্পাঞ্চলের আইন-শৃক্সখলা রক্ষার দায়িত্বে আছেন, আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং শ্রমিকদের আইনি পাওনা পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
দেশবাসীর কাছেও আমাদের আর্জি। শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানাটি কাজ করে আসছে। তাদের নিয়োগপত্র আছে। ফোনে কারখানায় আসতে নিষেধ করলো আর হিসাব শেষ হয়ে গেলো না, এখানে জীবন জীবিকার ব্যাপার। সভ্য দেশের আইন আছে। একজন উদ্যোক্তা যখন ইচ্ছা শ্রমিকদের পাওনা না দিয়ে এভাবে চাকরি থেকে বিদায় করতে পারে না।
আল কামরান
সভাপতি, ¯^াধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন আশুলিয়া