দুনিয়ার মজদুর এক হও, অবিলম্বে জাতীয় ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা কর শীর্ষক ব্যানারে আশুলিয়ায় নির্মাণ শ্রমিক সমাবেশ করে আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
২২ অক্টোবর শুক্রবার বিকালে আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সহিদুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, আমাদের দাবি আদায় করতে চাইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদেরই কাজ করতে হবে। মুজিবের পক্ষে প্রত্যক্ষভাবে শ্রমিকরা কাজ করেছে। শ্রমিকরাই আন্দোলন করে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে ছিনিয়ে নিয়ে এসেছে। কিন্তু আওয়ামীলীগ সরকার এখন শ্রমিকদের ভুলে গিয়েছে। বঙ্গবন্ধুর নীতি ত্যাগ করে শেখ হাসিনা এখন মালিকদের কোলে। তাই লড়াই-ই আমাদের একমাত্র পথ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের(টিইউসি) অর্থ সম্পাদক কাজী মোঃ রুহুল আমিন, সদস্য ইদ্রিস আলী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টিউসির আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল আলম মিন্টু, গার্মেন্টস শ্রমিক টিইউসির আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন, টিইউসির আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সহ-সভাপতি আফজাল হোসেন।
সমাবেশে জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, কর্মক্ষেত্রে দূর্ঘটনাজনিত ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দূর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ ও পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
নদের চাঁন মিয়ার সঞ্চালনায় এ সভার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নবীয়াল ফকির।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া প্রমুখ।