আজ ১৭ই অক্টোবর ২০২১ রবিবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. সামাদ বলেন, “লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকাকে নিয়ন্ত্রণ করছে। গণবিরোধী সরকার লুটেরা মুনাফাখোর মজুদদারদের পাহারাদার হিসাবে সিন্ডিকেটকে রক্ষা করছে, জনগণের প্রতি সরকারের যেন কোন দায় নেই।”
অবিলম্বে চাল, ডাল, তৈলসহ সকল নিত্যপণ্যের মূল্য কমানোর দাবী জানিয়ে কমরেড সামাদ বলেন, একে তো করোনায় মানুষ দিশেহারা তারপর দ্রব্যমূল্য মরার উপর খাড়ার ঘাঁ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন, গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী মিলি, ছাত্রনেতা আদিত্য রহমান সুমন প্রমুখ।