বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন আশুলিয়া ও কাশিমপুর থানার কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোব শুক্রবার শ্রীপুরে সংঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, সাধারণ সম্পাদক পবিত্র এব্বর, সাজাহান মিয়া, মোরছালিন মিয়া, ইউনুছ মিয়া, আমজাদ হোসেন, মুকুল মন্ডল, বিপ্লব হোসেন, বেলাল হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া শিল্পাঞ্চল শাখার সভাপতি আলাল মোল্লা (আওয়াল)।
সভায় অরবিন্দু বেপারী (বিন্দু) বিন্দু বলেন, শিল্প মালিকরা ক্রমš^য়ে শ্রমিক ছাটাই, চাকরিচ্যূতি, সহ নানা ধরনের অপকৌশল ব্যবহার করে চলছে। শ্রমিকরা নির্যাতন, জুলুম, হয়রানির শিকার হচ্ছেন। নারী শ্রমিকদের দিয়ে কারখানা মালিকরা রাত ১০ থেকে ১২টা পর্যন্ত ডিউটি করিয়ে নিচ্ছে। আশুলিয়ার কয়েকটি কারখানা সহ কাশিমপুর অনেকগুলো কারখানায় নারী শ্রমিকদের দিয়ে অতিরিক্ত ডিউটি করানো হচ্ছে। শ্রমিকদের নানাভাবে জিম্মি হয়ে কারখানায় কাজ করছে। তবুও শ্রমিকরা মালিকদের মন জয় করতে পারছে না। মালিকরা বলে থাকে বরাবর মালিক/শ্রমিক ভাই ভাই, এ কথাটা অসত্য।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি এর ফলে শ্রমিক শ্রেণির ক্রয় ¶মতার বাইরে চলে গেছে। শ্রমিকদের মজুরি বাড়ে ৫বছর পর একবার, আর দ্রব্যমূল্যের দাম বাড়ে প্রতিমাসেই। প্রাপ্ত মজুরি দিয়ে শ্রমিকদের নাভি:শ^াস উঠেছে ।
গণমাধ্যম প্রকাশিত হয়, বাজারের সিন্ডিকেট চালাচ্ছে। বাজার নিয়ন্ত্রণেরর বাইরে চলে যাওয়ার ফলে সব কিছু পুঁজিবাজারের অবস্থা হয়েছে। সরকার বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের উচিৎ এ সমস্ত সিন্ডিকেট ভেঙে দেয়া। তবে সরকার ইচ্ছে করলেই সম্ভব হতো যদি, সরকার পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত না হতো। সরকারের দ্বারা সবই সম্ভব বলে মনে করেন।
তিনি বলেন, এখন দেশের যে সার্বিক পরিস্থিতি শ্রমিকদের জন্য জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করে ঘোষণা করা হোক।