সচরাচর ট্রেনে পাথর নিক্ষেপ হলেও বাসে কেন হয় না প্রশ্ন তুলেছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
আজ ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন সড়ক পথের ধারে কি শিশু—কিশোররা থাকে না? তারা বাসে পাথর নিক্ষেপ না করে শুধু ট্রেনে কেন নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করে তাদের কি লাভ?
মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “জানালায় নেট লাগানো কোন স্থায়ী সমাধান নয়। ট্রেনে পাথর নিক্ষেপ কোন দুর্ঘটনা নয় একটি ষড়যন্ত্র। ট্রেনে পাথর নিক্ষেপ রেলওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা তা তদন্ত না করে জানালায় নেট লাগানোর পরিকল্পনাই কি সমাধান হতে পারে? পাথর নিক্ষেপকারীরা সবাই শিশু—কিশোর এটা ঠিক নয়। শিশু—কিশোররা হয়তো মাঝে মাঝে ট্রেনে পাথর নিক্ষেপ করতে পারে কিন্তু সারাদেশে যেভাবে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এটা কখনোই শিশু—কিশোরদের দ্বারা হতে পারে না। শিশু—কিশোররা কি ট্রেনে পাথর নিক্ষেপের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করবে? জাতীয় গোয়েন্দা সংস্থা কতৃর্ক সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী রেলওয়ের যে ভাবে উন্নয়ন করছে সত্যিই তা প্রশংসিত। আর এ উন্নয়নের কারণে মানুষ ট্রেনকে নিরাপদ পরিবহন হিসেবে বেছে নিচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে ট্রেন যাত্রী। এ কারণে যাদের ব্যবসার ক্ষতি হচ্ছে তাদের পাথর নিক্ষেপের সাথে কোন সংশ্লিষ্টতা আছে কিনা চিন্তার বিষয়। পাশাপাশি পাথর নিক্ষেপ বন্ধ করতে না পারলে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করুন, দ্রুত রিজাইন দিন। এ দাবিতে একটি ফেসবুক ফোরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে। আবার সেই ফেসবুক ফোরামই জানালায় নেটের ডিজাইন দিচ্ছে। এরা কারা? এদের উদ্দেশ্য কী? এদের পিছনে ইন্ধনদাতা কে? এসব কিছু তদন্ত করলেই বেড়িয়ে আসতে পারে আসল রহস্য।”
তিনি বলেন, “মাননীয় রেলপথ মন্ত্রী, একটি ফেসবুক ফোরাম সরাসরি আপনার পদত্যাগ না চাইলেও ফোরামের মাধ্যমে অনেকেই কিন্তু আপনার পদত্যাগ দাবি করছে, এটা নিশ্চিত। রেলওয়ের কিছু ফেসবুক ফোরাম গ্রুপ কখন কোন ট্রেন কোন স্টেশন অতিক্রম করছে সে তথ্যগুলো তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে। এই প্রকাশগুলো কি পাথর নিক্ষেপকারীদের নিকট তথ্য সরবরাহে সহায়তা করছে কিনা তাও খতিয়ে দেখার বিষয়।”