• আপডেট টাইম : 04/10/2021 10:40 AM
  • 660 বার পঠিত
  • বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া
  • sramikawaz.com

 

কুষ্টিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ক’দিন ধরে কিছুুটা কমলেও গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে পূর্বের অবস্থার সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত নিউমোনিয়া আক্রান্ত হয়ে ১৭৪জন শিশু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন। এরমধ্যে ছেলে শিশু ৯৭জন এবং মেয়ে শিশু ৭৭জন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলিতেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র ২০টি বেড থাকলেও বেডে স্থান না হওয়ায় মেঝেতে গাদাগাদি করে শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে। ফলে চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তন জনিত কারনে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭৪জন শিশু ভর্তি রয়েছে। প্রতিদিন গড়ে ৫০জন করে শিশু ভর্তি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...