সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের পরীক্ষা চলাকালীন গতকাল (২৬ সেপ্টেম্বর, ২০২১) সহকারী প্রক্টর ও ওই বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন কর্তৃক ১৪ জন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া হয়েছে। অপমান সহ্য করতে না পেরে একজন ছাত্র আত্মহত্যা চেষ্টাও করেছে। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এর আগে পরীক্ষার সময় ফরমাল সু বা কনভার্স না পড়ার কারণেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমন ঘটনার প্রে¶িতে শিক্ষর্থীরা পরীক্ষার বর্জন করতে চাইলে চেয়ারম্যান শিক্ষার্থীদের হুমকি দেন। এছাড়াও অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বাড়িতে ফোন করে হুমকি দেয়া এবং ক্যারিয়ার ধ্বংস করার কথাও বলেন ওই শি¶ক। বিভাগের চেয়ারম্যানের পাশাপাশি আরেক শি¶ক রাজীব অধিকারীও শি¶ার্থীদের দেখে নেয়ার হুমকি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ ব্যাপারে লেখালেখি করায় বেশ কয়েকজন শি¶ার্থীকে ডেকে নিয়ে হুমকি দিয়েছেন তিনি। এর আগে শি¶ার্থীরা প্রথম বর্ষের ফাইনাল পরী¶ার রুটিন পরিবর্তনের আবেদন জানালে তা নাকচ করে দিয়ে শি¶ার্থীদের হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শি¶কদের এমন অমানবিক ও অনৈতিক আচরণের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শি¶কদের মান, শি¶ার পরিবেশ ও শি¶ার্থীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
এক যৌথ সংবাদ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল বিশ্ববিদ্যালয়ের শি¶ক কর্তৃক শি¶ার্থীদের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শি¶ক ও প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শি¶ার্থীদের ধরে তাদের মাথার চুল কেটে দিচ্ছেন! শি¶কদের শি¶ার মান, নৈতিক কতটা নিচু হলে এমন আচরণ করতে পারে তা ভাবলেও বিস্মিত হতে হয়! এই ঘটনা প্রমাণ করে যে দেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কতটা কর্তৃত্ববাদী ও অনৈতিক। আমরা সহকারী প্রক্টর ও বিভাগীয় শি¶ার্থীদের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ আরও বলেন, এমন ঘটনার প্রতিবাদ করায় বিভাগীয় শি¶কদের প¶ থেকে শি¶ার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে, পরিবারকে হুমকি দিচ্ছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় কোনো পদ¶েপ নেয়নি। এ থেকে প্রমাণিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনও একটি অগণতান্ত্রিক, অনৈতিকতার চর্চাকারী ও অন্যায়কারীদের প্রশ্রয়দানকারী প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে মুক্ত জ্ঞান চর্চার স্থান, নানান মত ও পথের মানুষের এখানে সম্মিলন ঘটবে এটিই প্রত্যাশিত। কিন্তু তার বদলে শি¶করা ছাত্রের মাথার চুল, পায়ের জুতো, পড়নে পোশাক কী হবে তা নিয়ে ব্যস্ত। একদিকে দলীয় তাবেদারী, মান সম্পন্ন শি¶কদের অভাব, গবেষণায় বরাদ্দ না থাকা, শি¶কদের গবেষণা না করা ইত্যাদির ফলে বিশ্ববিদ্যালেয়গুলোর শি¶ার মান দিনে দিনে তলানিতে পৌঁছেছে অন্যদিকে শি¶কদের এমন ঘৃণ্য আচরণ শি¶ার্থীদের জীবন হুমকির মুখে পরছে। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলো এখন আর মৌলিক জ্ঞান উৎপাদনের জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে না।
শি¶কদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণারও পরিপন্থী বলে উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শি¶ার্থীদের সাথে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। উক্ত ঘটনার মাধ্যমে শি¶ার্থীদের আত্মহত্যার প্ররোচনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের প্রতি দাবি জানাচ্ছি। একই সাথে উক্ত ঘটনায় ভুক্তভোগী শি¶ার্থীদের কাউন্সিলিং এর মাধ্যমে ¯^াভাবিক জীবনে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।