• আপডেট টাইম : 27/09/2021 09:38 AM
  • 672 বার পঠিত
  • রজত বিশ্বাস
  • sramikawaz.com

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কর্মীসভা থেকে আইনী সুরুক্ষা দিয়ে জাতীয় মজুরি কমিশন গঠন করে বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, শ্রমআইন ও শ্রম বিধিমালার শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি সমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ নতুন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল। কর্মীসভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ও কোষাধ্যক্ষ সুবেল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন। সভায় বক্তারা বলেন সাম্রাজ্যবাদ ও তার দেশীয় দালালরা বিদ্যমান সমস্যা-সংকটের প্রকৃত কারণ যে বৈশ্বিক মন্দা এবং এর জন্য তারাই যে দায়ী সেটাকে আড়াল করে বৈশ্বিক মহামারিকে সামনে তুলে ধরে প্রকৃত সত্যকে আড়াল করে জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ সরকারও সাম্রাজ্যবাদ ও তার বিশ্ব সংস্থার পরিকল্পনা ও নীতি-নির্দেশ বাস্তবায়ন করে চলেছে। করোনার অজুহাতে শিল্প কল-কারখানা, শ্রমিক, শহরের বস্তিবাসী শ্রমজীবী, কর্মজীবী এমনকি মধ্যবিত্ত পেশাজীবীদের লকডাউনের নামে কর্মহীন করে এক নিদারুণ পরিস্থিতির মুখে ঠেলে দিয়ে বেকারত্বের বোঝা বৃদ্ধি করে গ্রামমুখী হতে বাধ্য করেছে। সাথে সাথে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন কমিয়ে; কাজের সময় বৃদ্ধি করে নির্মম শোষণ করা হচ্ছে। করোনার কারণে গত এক বছরে নতুন করে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন এবং ৬২ শতাংশ শ্রমিক কাজ হারিয়েছেন। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির এই সময়ে সরকারের দায়হীন লকডাউন বা শাটডাউন কারণে শ্রমিক ও শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। করোনা মহামারিতে জনগণের দুর্ভোগ বাড়ার সাথে সাথে লুটপাটকারীদের অর্থবিত্ত বৈভব বেড়ে যাওয়ায় ২০২০ সালে দেশে ১০ হাজার ৫১ জন নতুন কোটিপতির সৃষ্টি হয়েছে। চাল, ডাল, তেল, লবন, চিনিসহ বাড়িভাড়া, গাড়িভাড়া, চিকিৎসা খরচসহ জীবনযাত্রার সকল কিছুর ব্যয় অব্যাহতভাবে বাড়তে থাকলেও বাড়ছে না শুধু শ্রমিকের মজুরি। অথচ সরকার সাম্রাজ্যবাদী বিশ্বসংস্থা নির্দেশিত এসডিজি কর্মসূচি বাস্তবায়নের নামে দেশের জনগণকে ঋণগ্রস্থ করে তথাকথিত উন্নয়নের সাফাই গেয়ে চলেছে। যার কারণে ৮৫ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে( যার মধ্যে বৈদশিক ঋণ ২৫ হাজার টাকা) আজ প্রতিটি শিশু জন্মগ্রহণ করছে। ঋণগ্রস্থ অভাবী মানুষ ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করতেও বাধ্য হচ্ছে।
কর্মসভা থেকে বর্তমান বাজারদের সাথে সংগতিপূর্ণভাবে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করে নিবন্ধন প্রদান, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬৭০ টাকার নির্ধারণসহ হোটেল-রেস্টুরেন্ট, নৌযানসহ সকল ধরনের পরিরহন, স’মিল, হকার, দিনমজুর, দর্জি, নির্মাণসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা ও পূর্ণাঙ্গ রেশনিং চালুর দাবি জানান।
কর্মীসভায় আগামী ১০ অক্টোবর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী প্রখ্যাত শ্রমিক-জননেতা মফিজ আলী-এর ১৩-তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...