• আপডেট টাইম : 26/09/2021 05:56 AM
  • 773 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, গাজীপুর
  • sramikawaz.com

কাশিমপুর শাখা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকার  দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

২৪সেপ্টম্বর শুক্রবার গাজীপুরের কাশিমপুর কাজী মার্কেট শাখা অফিসে কমিটির পরিচিতি সভায় এ দাবি করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক এবং গাজীপু মহানগর কমিটির সভাপতি শফিউল আলম, কাশিমপুর শাখার সভপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক, শুকমার রায়,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে অঙ্গীকার বদ্ধ। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি করে বক্তারা বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারন করতে হবে।

বক্তারা আরো বলেন, অতিরিক্ত কর্মঘন্টার কারনে শ্রমিকরা অসুস্থ হয়ে ছুটি কাটালে চাকুরি হারাতে হচ্ছে। শ্রমিকরা যাতে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে না পারে সে জন্য কৌশল হিসাবে ১৮ ঘন্টা কাজ এমন কি ছুটির দিনও শ্রমিকদের কাজ করানো হয়। তাই দাবি আদায়ের লড়াইয়ে সবাইকে অংশগ্রহন করতে হবে।

 মালিকরা এবং সরকার টিকা ইসুতে শ্রমিকদের সঙ্গে প্রতারনা করছে উল্লেখ করে নেতারা বলেন, যারাই দেশের দুর্সময়ে অর্থনিতি বাচিয়ে রেখেছে তারাই লাঞ্চিত, বঞ্চিত ও প্রতারিত হচ্ছে। নারী শ্রমিকরা মাতৃত্বকল্যান সুবিধা ভুগি হলে তাদের উপর কাজের চাপ বাড়িয়ে দিয়ে, নানা কৌশলে চাকুরিচ্যুত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...