• আপডেট টাইম : 18/09/2021 04:01 PM
  • 453 বার পঠিত
  • আওয়াজ প্রতিদেবক, আশুলিয়া
  • sramikawaz.com

শ্রমিক আওয়াজ পাঠক ফোরাম আশুলিয়া শাখার মতবিনিময় বৈঠক ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আশুলিয়ার জিরাবোতে বাংলাদেশ টেক্সটাইল এন্ড গার্মেন্টস লীগ কার্যালয়ে অনুষ্টিত হয়।

আল কামরানের সভাপতিত্বে ও শেখ হাসান আলী সঞ্চালনয় অনুষ্ঠিত হয় এ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন, শামীম জামান, মোহন মিয়া, সুলতান আহমেদ, এসকে শরীফ, শফিকুল হক, আল আমিন খান, মো. আল আমিন, মো. আব্দুল্লাহ, আসাদুজ্জামান, সোনিয়া খাতুন, মোসা: ইয়াসিমন, মাকসুদুর রহমান, শ্রমিক আওয়াজ সম্পাদক জাফর আহমদ প্রমুখ।
মতবিনিময় বৈঠকে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ কারখানায় তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। কোন কোন কারখানার শ্রমিকরা মধ্যম পর্যায়ে কর্মকর্তাদের অত্যাচারের কথাও বলেন। কিছু কারখানায় ঠিক মত বেতন দেয় এবং লেনদেন ভাল বলেও জানান শ্রমিকরা। তারা সকল কারখানায় ভাল লেনদেন ও ভাল শ্রম আচরণের তাগিদ দেন। এ জন্য শ্রমিকদের সচেতনতা ও ঐক্যেরও প্রয়োজন। মালিকরা যদি লেনদেন ঠিক করে, যদি প্রতিমাসে সময় মত বেতন অভার টাইম দিয়ে দেয়, শ্রমিকদের সঙ্গে ভাল আচরণ করে তাহলে উৎপাদনও ভাল হয় বলে তারা মত দেন।

শ্রমিক ট্রেড ইউনিয়ন বা ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি আলোচনা করেন।

বৈঠকে শ্রমিক আওয়াজ সম্পাদক শ্রমিক আওয়াজ পাঠক ফোরামের ভূমিকা ও বিস্তার নিয়ে আলোচনা করেন। 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...