• আপডেট টাইম : 24/08/2021 07:39 PM
  • 1063 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

শিল্প পুলিশ কর্তৃক বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন সহিদ, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ও বিভাগীয় সম্পাদক আশরাফুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের শ্রমিক জোট। সংগঠনটির সভাপতি আব্দুল কাদের হাওলাদার ও সাধারণ সম্পাদক বাদল খান এক যুক্ত বিবৃতিতে মামলা প্রত্যহারের এ দাবি জানান ।

পত্রিকা অফিস পাঠানো এই বিবৃতিকে নেতৃদ্বয় বলেন, শিল্প পুলিশের এসআই রফিকুল ইসলাম কর্তৃক টঙ্গীর পশ্চিম থানায় ২৬ জুলাই যে মামলা করা হয়েছে তা প্রতিহিংসার বশবতি হয়ে করা হয়েছে। এ মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।


নেতৃদ্বয় বলেন, গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ভিয়েলা টেক্স গার্মেন্টস কারখানার ২৫ জুলাই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। ওই দিন ঘটনা স্থলে উল্লেখিত শ্রমিক মাহাতাব উদ্দিন সহিদ, সামছুল হক ও আশরাপুজ্জামান উপস্থিত ছিলেন না। ষড়যন্ত্রমূলক ভাবে এ মামলা করা হয়েছে। এ মামলাু দ্রুত প্রত্যারের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...