• আপডেট টাইম : 21/08/2021 05:46 PM
  • 640 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


৯ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি পালন করছে গাজীপুরের এশিয়ান পেইন্ট বাংলাদেশের শ্রমিক ইউনিয়ন (সিবিএ) । ১৯ আগস্ট শুক্রবার থেকে এ আন্দোলন শুরু হয়েছে।

দাবিগুলো হলো-
১) অদক্ষ এইচ আর ম্যানেজারকে পদ থেকে অপসারণ করতে হবে।
২) অনতিবিলম্বে সিবিএ অফিস দিতে হবে।
৩) আগামী সাত দিনের মধ্যে এলটিএ চুক্তি সম্পাদন করতে হবে।
৪) আগামী দিনের মধ্যে কোম্পানির লভ্যাংশ হিসাব ঘোষিণা করতে হবে।
৫) প্রতি বছর অস্থায়ী ¤্রমিকের ২৫ শতাঙশ করে স্থায়ী করতে হবে।
৬) কোম্পানির নির্দারতি ব্রেকটাইমে অফিসের বােির বের হওয়ার পাস দিতে হবে।
৭) সকল অপারেটরদেরকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতে হবে।

৮) যে কোন সরকারী ছুটি বা অফে-ডে’র দিন কোম্পানির মার্কেট চাহিদার ভিত্তিতে যদি কোম্পানি খোলা রাখার প্রয়োজন হয় তাহলে সাত দিনের পূর্বে সিবিএ-এর কমিটির সাথে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এবং

৯) কোন শ্রমিককে ছাটাই করা চরবে না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...