• আপডেট টাইম : 14/08/2021 11:47 AM
  • 439 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

নারায়ণগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক গণহত্যার বিচার, নিহতদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহত-পঙ্গু শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন; রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকল আধুনিকায় করে চালু, অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল, শ্রমজীবীদের করোনা টিকা প্রদানে অগ্রাধিকার নিশ্চিতকরণ দাবিতে মিছিল-সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
১৩ আগস্ট শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ার, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার, শ্রমজীবী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুবল সরকার। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা হারুনার রশিদ ভূঁইয়া, মানস নন্দী, মোখলেসুর রহমান তালুকদার, অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ একই দাবিতে শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী ১৬ আগস্ট ২০২১ শ্রম মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...