• আপডেট টাইম : 13/08/2021 01:08 AM
  • 620 বার পঠিত
  • ইকবাল হোসেন
  • sramikawaz.com

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ বলেছেন, মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করলে ফলাফর ভালো হবেনা, কোন ভয়ভিতিতে আমাদের দমানো যাবেনা , বকেয়া পা্ওনা দিতে হবে, শ্রম আইন অনুসারে ছুটি সহ আইনি অধিকার দিতে হবে । আমাদের নিয়ে কোন ধরনের ষঢ়যন্ত্র আমরা বরদাস্ত করবোনা।

১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নারায়নগঞ্জের  চাষাঢ়া জিয়া হলের সামনে প্যারাডাইজ কারখানার শ্রমিকদের শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। 

এ সময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়নগঞ্জ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারাডাইজ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. রুবেল, সহ-সভাপতি মো. আ. কাইয়ুম ,অর্থ সম্পাদক মো. ডালিম সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। 

মন্ট্র ঘোষ বলেন, আমরা প্রতিষ্ঠানটি চালু রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করছি কিন্তু কারখানার এমডি মো. মোবারক সাহেব শুধুই শুধুই মুনাফার কথা ভাবছেন। বেতনের অর্ধেক ছাড়্ও আমরা দিয়েছি, বিনিময়ে আজ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাকে আমরা বলবো আমরা শ্রমিকরা সর্বচ্চো র্ধৈযধারন করছি। আপনি যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকেন। শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত কেরার ষড়ন্ত্র করতেই থাকেন তাহেল তার উচিৎ জবাব দ্ওেয়া হবে।  আমরা আইনের প্রতি শ্রদ্ধাশিল। আমরা বারবার সরকারের যথাযথ দপ্তরকে লিখিতভাবে অবহিত করেছি করছি। সরকারে যথাযথ দপ্তররে নির্দেশ আমরা মেনে চলছি। কিন্তু মালিকপক্ষ চুক্তির ধারা অমান্য করছে । প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবো ।

সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনকরে প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...