• আপডেট টাইম : 10/08/2021 03:42 PM
  • 931 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি ( ইকবাল হোসেন)
  • sramikawaz.com

নারায়নগঞ্জের প্যারাডাউস ক্যাবলের মালিক কর্তৃক ফোনে শ্রমিকদের সংগঠনের সাধারন সম্পাদক মো. রুবেলকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিকরা।

৯ আগস্ট সোমবার বিকেলে ছুটির পর নারায়নগঞ্জে কারখানার প্রধান গেটে শ্রমিকরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে সংগঠনের সাধারন সম্পাদক মো. রুবেল বলেন, গত ৮আগষ্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোবাইল ফোনে হুমকি প্রদান করেন।
তিনি বলেন, মালিক পক্ষ আমাদের পাওনা থেকে বঞ্চিত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। আমরা পুর্বেই ১৩ মাসের বেতন পাওনা রয়েছি। সে বেতন পেতে আমরা তীব্র আন্দোলন করি। বিষয়টি নিয়ে ঢাকায় সচিবালয়ে মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর সভাপত্বিতে সমাধান হলেও মালিকপক্ষ আমাদেরকে সে পাওনা পরিশোধ করেন নাই ।

অপরদিকে আমাদের ইউনিয়নের নেতৃবৃন্ধকে প্রতিনিয়ত মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। কখনোও পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়। এখন সর্বশান্ত করার পথ বেছে নিয়েছে। অনেক শ্রমিককে টার্মিনেট করলেও অদ্যাবদি তাদের পাওনা পরিশোধ করছেন না। যারা দীর্ঘদিন ধরে কাজ করে মৃত্যুবরণ করেছে তাদের পাওনা পরিশোধ করেনি। যারা বার্ধক্যজনিত অবসরে গেছেন তাদের পাওনাদাদি অদ্যাবদি পরিশোধ করছেন না।

রুবেল বলেন, আলোচনা করে সমস্যার সমাধান করুন, ষড়যন্ত্র করে পার পাবেন না। তাহলে রাজপথের বিক্ষোভ-সভাবেশেই এর জবাব পাবেন। আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা দয়া চাই না। আমরা আমাদের আমরা পাওনা চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...