• আপডেট টাইম : 09/08/2021 06:08 PM
  • 458 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

প্রায় দুই বছর যাবত করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় শ্রমিক পরিবারগুলোকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

৯ আগস্ট ২০২১ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

মোঃ মনিরুজ্জামান মনির বলেন, ‌'করোনা মহামারি শুরুর পর কর্ম হারিয়েছেন সারাদেশের লক্ষ লক্ষ শ্রমিক। বিশেষ করে দিনমজুর শ্রেনির অবস্থা খুবই খারাপ। শিল্প-কারখানা, দোকানপাট ও পরিবহন সেক্টর বন্ধ থাকায় পরিবারের ভরণ পোষণ চালাতে শ্রমিকদের একটি বড় অংশ ঋণের ফাঁদে পতিত হয়েছেন। নিজেদের কষ্টের মূল্যবান সম্পদ, জায়গা-জমি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। এসকল অসহায় পরিবার সরকারের পক্ষ থেকে এককালীন কমপক্ষে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...