• আপডেট টাইম : 29/07/2021 05:56 PM
  • 440 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

কর্মী নিয়োগকারী সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আরদাশীর কবির। সহসভাপতি হয়েছেন সুস্মিতা আনিস।

সভাপতি আরদাশীর কবিরের নেতৃত্বাধীন ২০ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ ২০২১-২৩ সাল মেয়াদে বিইএফের দায়িত্ব পালন করবে। ভার্চ্যুয়াল মাধ্যমে গত ২৮ জুলাই বুধবার অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পর্ষদ চূড়ান্ত করা হয়। আগামী ১ আগস্ট নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিইএফের বর্তমান সভাপতি কামরান টি রহমান।


বিইএফের নতুন সভাপতি আরদাশীর কবির ৩৫ বছর যাবৎ ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছেন। তিনি সাতগাঁও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কেদারপুর টি কোম্পানির পরিচালক। বাংলাদেশ টি বোর্ডের এই সাবেক সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার নির্বাহী পরিচালক।


সংগঠনটির নতুন সহসভাপতি সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের পরিচালক ও অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এ ছাড়া এসিআই লজিস্টিকস, এসিআই ফুডস, এসিআই মটরস, এসিআই সল্টসহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন সুস্মিতা আনিস।

বিইএফের নতুন পর্ষদের পরিচালকেরা হলেন মডার্ন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ তারেক মো. আলী, চালডালের এমডি ওয়াসিম আলিম, এলিট সিকিউরিটি সার্ভিসের এমডি শরীফ আজিজ, ট্রান্সকম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক যারেফ আয়াত হোসেন, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেন, ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসীম, দেশ গার্মেন্টেসের উপব্যবস্থাপনা পরিচালক ভিদিয়া অমৃত খান, প্লামি ফ্যাশনসের পরিচালক ইকরামুল হক, সফটটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজের এমডি মো. রেজওয়ান সেলিম এবং লুব-রিফ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ।

এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন থেকে যাঁরা বিইএফের নতুন কমিটির পরিচালক হয়েছেন—নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর পরিচালক মনসুর আহমেদ, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নির্বাহী সদস্য এম এইচ এম ফাইরোজ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য অমৃতা মাকিন খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সহসভাপতি এম জামালউদ্দিন, বেসিসের সভাপতি সৈয়দ সাদাত আলমাস কবির, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুল মোমেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম জামান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...