• আপডেট টাইম : 12/07/2021 02:44 PM
  • 539 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

৮ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন। 

১২ জুলাই সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে কোভিড-১৯ এর অভিঘাতে জর্জরিত হোটেল রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় ঢাকা জেলা প্রশাসক বরাবর  এ ৮-দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। 

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সশরিরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় সময়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত না থাকায় তার পক্ষে কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন। তিনি স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহের বিষয়ে জেলা প্রশাসককে যথাযথ নিয়মে অবগত করাসহ দাবি বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন, হোটেল সেক্টরে দীর্ঘদিন ধরে হোটেল শ্রমিকদের প্রতিনিধি হিসেবে আমরা বর্তমান পরিস্থিতিতে হোটেল শ্রমিক ও শিল্পকে রক্ষার জন্য নিম্নোক্ত প্রস্তাবনা আবারো জেলা প্রশাসকের সমীপে উত্থাপন করছি-

১) ডিসপজিবল গ্লাস প্লেট ব্যবহার, সঠিক শারীরিক দুরত্ব বজায় রাখাসহ কঠোর স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষে খাবার প্রতিষ্ঠানে বসে খাবার খাওয়া চালু করার জোর দাবি জানাচ্ছি।
২) করোনকালীন লকডাউনের সময়ে প্রণোদনা হিসেবে মাসিক ন্যুনতম ১০ হাজার টাকা সরাসরি সরকার কর্তৃক শ্রমিকদের প্রদান করার অনুরোধ জানাচ্ছি।
৩) হোটেল শ্রমিকদের পূর্ণাঙ্গ মজুরি, উৎসব ভাতাসহ প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা ও বকেয়া মজুরি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।
৪) মহামারী দুর্যোগের এই সময় হোটেল সেক্টরে কোন লে-অফ, অব্যহতি বা ছাটাই করা যাবে না। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট পরিপত্র জারির অনুরোধ জানাচ্ছি ।
৫) যেসব শ্রমিক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশন ও যথাযথ চিকিৎসার সমুদয় দায়িত্ব সরকার ও মালিককে বহন করার জোর দাবি জানাচ্ছি।

৬) সকল হোটেল শ্রমিকদের জন্য সর্বনিম্ন মূল্যে পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানাচ্ছি।

৭) কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহ ঝুকি ভাতা এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেলে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।
৮) করোনাকালীন সময়ে শ্রমিকদের বাড়ি ভাড়া মওকুফের সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানাচ্ছি।

আমরা আশা করি, আমাদের এই বক্তব্য ও দাবিসমূহ জেলা প্রশাসক সুবিবেচনায় নিয়ে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় হোটেল শিল্পের অসহায় শ্রমিকদের রক্ষা করার ক্ষেত্রে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...