• আপডেট টাইম : 11/07/2021 10:19 PM
  • 688 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

রুপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক নিহত হওয়ায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও আইএলও ১২১ কনভেশন অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানবন্ধন করেছে গাজীপুর শ্রমজীবি সমন্বয় পরিষদ।

১১ জুলাই রোববার বিকেল ৪ টায় চান্দনা চৌরাস্তা রহমান ম্যানশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কফিল উদ্দিন। সঞ্চালনা করেন বাংলাদেশ গার্মেন্টশ শ্রমিক ফেডারেশনের আসাদুল ইসলাম মাসুদ।

বক্তব্য রাখেন, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের রোজিনা আক্তার সুমি , স্বাধীন বাংলা গার্মেন্ঠস শ্রমিক কর্মচারি ফেডারেশনের রেবেকা আক্তার , টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ফরিদা পারভিন। এছাড়াও আকাশ, কাওছার, নজরুল বক্তব্য রাখেন।


মানববন্ধনে কোফিল উদ্দিন বলেন, বার বার কারখানায় আগুন লাগে আর মারা যায় শ্রমিক। দোষীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি না হওয়ায় আবারও শ্রমিক হত্যার ঘটনা ঘটে। আমরা চাই সেজান জুস কারখানায় শ্রমিক নিহতে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলত শাস্তি দেওয়া হোক।


রোজিনা আক্তার সুমি বলেন, গত ৮ ই জুলাই নারায়ণগন্জ রূপগঞ্জে হাসেম ফুড এন্ড ভেবারেজ এর সেজান সুজ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হয়েছে ৫৩ জন শ্রমিক, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আগুন লাগার পর মালিকপক্ষ কারখানার গেটে তালা দেয়ার জন্য শ্রমিকরা বের হতে পারে নাই। এ কারণে শ্রমিকরা নিহত হন। এ জন্য হত্যা কান্ডে মালিক পক্ষ দায়ি।
তিনি বলেন, মালিক গ্রেফতার হলেও অন্যরা এখনো গ্রেফতার হয়নি। আমরা চাই কল-কারখানার ইন্সেপ্টের সহ শ্রম মন্ত্রানালয় ও বিদ্যুৎ অফিসের যারা যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আহত ও নিহত শ্রমিকদের আইএলও এর কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরনের দেওঢয়া্ হোক।


শুধু এ গ্রফতার যেনো আই ওয়াশ করার জন্য না হয়, দ্রুত বিচার চাই-উল্লেখ করে তিনি বলেন, আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দ্রুত দেশের বাহিরে নেওয়া হোক সরকারি খরচে ৷

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...