• আপডেট টাইম : 11/07/2021 08:25 PM
  • 406 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

রূপগঞ্জের সেজান জুস কারখানায় নিহত শ্রমিকদের স্মরণে মানববন্ধন করেছে করেছে গার্মেন্ট শ্রমিক শিল্পরক্ষা জাতীয় মঞ্চ। ১১ জুলাই রোববার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক শিল্পরক্ষা জাতীয় মঞ্চের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শ্রমিকনেতা আবুল হোসাইন।

বক্তব্য রাখেন, মঞ্চের সদস্য সচিব শফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা তপন সাহা, রফিকুল ইসলাম সুজন, লাভলী ইয়াসমিন, শামীমা আক্তার, গোলাম ফারুক, হুমায়ুন মুজিব, আজিজা সুলতানা প্রমুখ শ্রমিক নেতা। সমাবেশে নেতৃবৃন্দ রূপগঞ্জের অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, এটা নিছক অগ্নিদুর্ঘটনা নয়, এটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় জড়িত হত্যাকান্ড। এই দুর্ঘটনার দায় যেমন মালিকের রয়েছে তেমনিভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরও এই দায় এড়াতে পারেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব হচ্ছে কারখানায় শ্রম আইনের বিধি-বিধান মানা হচ্ছে কিনা তা পরিবিক্ষণ করা। কিন্তু আমরা জানি সংশ্লিষ্ট দপ্তর এ ক্ষেত্রে অসাধু পন্থা অবলম্বন করে যার খেসারত হিসেবে এই অগ্নি দুর্ঘটনা।

 

শ্রমিক নেতৃবৃন্দ দাবি উপস্থাপন করেন-

১) নিহত প্রতি শ্রমিক পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা ও বেঁচে থাকার ক্ষতিপূরণ প্রদান করতে হবে;

২)  সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে;

৩)  ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষিদের  বিরুদ্ধে আইনানুগ শাস্তি প্রদান করতে হবে এবং

৪)প্রতিটি শিল্প কারখানায় বিল্ডিং কোর্ড এবং কারখানা আইন মেনে চলছে কিনা তা পরিবিক্ষণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...