• আপডেট টাইম : 11/07/2021 04:59 PM
  • 531 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কালখানায় ৫২ শ্রমিক নিহত ‘এটা কোন দুর্গটনা নয়, শ্রমিক হত্যা’ এবং এই হত্যার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মানবববন্ধন করেছে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

১১ জুলাই মিরপুর-ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন সহ বিভিন্ন সেক্টরের শ্রমিক

হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর জেসান জুস কালখানায় অকিান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।
তারা আরও বলেন, এখনো ৭০% থেকে ৮০% প্রতিষ্ঠান সিঁড়িতে কার্টুন রাখা থাকে, মালামাল রাখা থাকে এবং কারখানার শ্রমিক ঢোকার পরে গেটে তালা বদ্ধ অবস্থায় জেলখানার মতো রেখে দেয়।
দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে তারপরে সকলের নজরে আসে বিল্ডিং এর কোড মানা হয়নি, ফায়ার সেফটি ছিলনা আইন অনুযায়ী ভবন নির্মাণ হয়নি। কারখানা খোলার অনুমতি এবং অডিটরের যারা থাকে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।

যাতে তাজরীন ফ্যাশন, রানা প্লাজা, সেজন জুস এর মত আর কোন শ্রমিক ভাই বোনদের অকালে জীবন দিতে না হয় সেজন্য সরকারের কাছে জোর দাবি করেছেন।
নেতৃবৃন্দ শ্রমিক হত্যার সাথে জড়িত ও শ্রমিকদের নিরাপত্তা দিতে অবহেলাকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...